লংকাবাংলা ফিন্যান্সের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৭:৩১ পিএম

রাজধানীর মাইডাস সেন্টারে গত ২৭ মার্চ ২২তম বার্ষিক সাধারণ সভা আয়োজন করে ব্যাংক-বহির্ভূত আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড।

পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ এ মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে সর্বসম্মতিক্রমে ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য এজেন্ডার পাশাপাশি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার প্রস্তাব অনুমোদন করেছেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।

এ সময় কোম্পানির পরিচালক মাহবুবুল আনাম, আইডব্লিউ সেনানায়েক, যাইতুন সাইফ, স্বতন্ত্র পরিচালক আব্দুল মালেক শমসের, ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার, কোম্পানির সচিব মোস্তফা কামাল এফসিএ ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান প্রেক্ষাপটে কোম্পানির ব্যবসার বিভিন্ন দিক সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন পর্ষদ চেয়ারম্যান।

বিডি২৪লাইভ/এমএম/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: