রাসেল ঝড়ে কোহলির টানা হার

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ১২:৫৮ এএম

টানা চার ম্যাচে হারের পর দ্বাদশ আইপিএলে প্রথম জয় পেতে মরিয়া ব্যাঙ্গালুরুকে কোহলি-ভিলিয়ার্সের ব্যাটে কলকাতার বিপক্ষে ২০৫ রানের বিশাল সংগ্রহ করে। কিন্তু আবারো সেই রাসেল ঝড়। মাত্র ১৩ বলে ৭ ছক্কা ১ চারে অপরাজিত ৪৮ রানে ৫ বল হাতে রেখেই দুর্দান্ত জয় পেল কলকাতা নাইট রাইডার্স।

শেষ ২৪ বলে কলকাতার জয়ের জন্য দরকার ছিল ৬৬ রান কিন্তু রাসেলের অতিমানবীয় ইনিংসে ১৯.১ (৫ বল বাকী রেখেই ২০৬ রানের জয়ের বন্দরে পৌছে যায় নাইটরা। আসরে ৪ ম্যাচে এটি তাদের তৃতীয় জয়।

ব্যাঙ্গালুরুর চেন্নাই স্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমনাত্মক ব্যাট করতে থাকেন কোহলি-প্যাটেল। ৬৪ রানের ওপেনিং পার্টনারশিপের পর ২৫ রান করে প্যাটেল ফিরে গেলেও ৩১ বলে দুর্দান্ত অর্ধশতক তুলে নেন কোহলি।

পরবর্তীতে ব্যাটিংয়ে এসে ঝড় তুলেন এবি ভিলিয়ার্স। কোহলির সাথে গড়েন শতরানের দুর্দান্ত পার্টনারশিপ। ২৮ বলে তুলে নেন ঝড়ো অর্ধশতক। ৭৭ বলে ৮৪ রানের ইনিংস খেলে বিদায় নেন কোহলি। অন্যদিকে ৩২ বলে ৬৪ রান করেন ডি ভিলিয়ার্স। আর শেষ দিকে স্টয়নিসের ১৩ বলে ২৮ রানের ঝড়ে ইনিংসে ৩ উইকেট হেরে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাড় করায় ব্যাঙ্গালুরু।

কলকাতার হয়ে নারাইন এবং কুলদীপ একটি করে উইকেট নেন।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: