বঙ্গবন্ধু গলফ শিরোপা জয়ী থাইল্যান্ডের সাদম

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৮:০৮ পিএম

ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে এশিয়ান ট্যুর গলফ ইভেন্ট ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। এতে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রাইজ মানির এই টুর্নামেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়ে শিরোপা জয় করেছেন থাইল্যান্ডের সাদম কায়ওকানজানা। 

গত বুধবার (৩ এপ্রিল) শুরু হয়ে আজ শনিবার (৬ এপ্রিল) পর্দা নামল বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের।

শনিবার (৬ এপ্রিল) শেষ রাউন্ডে পারের চেয়ে ০১ স্ট্রোক কম খেলে সাদম কায়ওকানজানা শিরোপা নিশ্চিত করেন। সাদমের চার রাউন্ডের ফলাফল যথাক্রমে ৬৫ + ৬২ + ৬৮ + ৭০ = ২৬৫ যা সর্বমোট পারের চেয়ে ১৯ স্ট্রোক কম। ভারতের পেশাদার গলফার অজিতেশ সান্ধু পারের চেয়ে ১৮ স্ট্রোক কম খেলে ২য় স্থান অধিকার করেছেন এবং ভারতের অপর পেশাদার গলফার রশিদ খান পারের চেয়ে ১৭ সেট্রাক কম খেলে ৩য় স্থান অধিকার করেছেন।

প্রফেশনাল গলফার মো: জামাল হোসেন মোল্লা বাংলাদেশের সেরা পেশাদার (প্রফেশনাল) গলফার নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের সেরা এ্যমেচার গলফার নির্বাচিত হয়েছেন শফিক বাঘা। এই টুর্নামেন্টে দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান সব মিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলে যৌথভাবে দ্বাদশ হয়েছেন।

শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ, সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকি, টুর্নামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), জয়েন্ট সেক্রেটারী ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অব.), ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর পরিচালক রিক হক শিকদার ও রণ হক শিকদার, ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ, এশিয়ান ট্যুর এর ম্যানেজার ট্যুর এণ্ড প্লেয়ার এ্যাফেয়ার্স মিঃ উনহু পার্ক, সেলিব্রিটি কাথবার্ট গর্ডন গ্রিনিজ এবং বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ এর বিভিন্ন কমিটির চেয়ারম্যানগণসহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।

বিডি২৪লাইভ/আইএইচ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: