‘ফেস অব বাংলাদেশে’র উপস্থাপনায় শ্রাবণ্য তৌহিদা

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৫:৪৫ পিএম

ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও এখন পুরোদমে উপস্থাপনাতেই থিতু হয়ে আছেন শ্রাবণ্য তৌহিদা। টিভি পর্দায় নানা রকম অনুষ্ঠান উপস্থাপনা করে পেয়েছেন জনপ্রিয়তা। দেশীয় ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল’র ক্রিকেট মাঠেও দেখা যায় তাকে। এবার তিনি ‘ফেস অব বাংলাদেশ’ নামে একটি মডেল হান্টের উপস্থাপনা করছেন।

একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হওয়া ‘ফেস অব বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩ এপ্রিল। সেখানে বিজয়ী হবেন দুজন ছেলে ও দুজন মেয়ে মিলিয়ে চারজন মডেল। বিজয়ীরা দক্ষিণ কোরিয়ার সিউল শহরে ‘এশিয়ান মডেল ফেস্টিভ্যাল ২০১৯’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।

শ্রাবণ্য বলেন, বিশ্বের বড় বড় হান্টের মত ‘বিউটি উইথ ব্রেন’ এই দুটো যার মধ্যে আছে তাকে প্রাধান্য দেয়া হচ্ছে এখানে। সুন্দর হওয়াটাই সব না,আর এখানে শুধু সুন্দর হওয়াটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে না। ‘ফেস অব বাংলাদেশে’ যারা অংশ নিয়েছে তাদের সঙ্গে মিশে মনে হয়েছে, এ যুগের ছেলে মেয়ে হিসেবে তারা অনেক সচেতন। চেহারার ব্যাপারে তারা সুন্দর তা নয়, সবকিছুই ব্যাপারে তারা সচেতন।

তিনি আরও বলেন, গেল বছর ‘এশিয়ান মডেল ফেস্টিভ্যালে’ বাংলাদেশ থেকে প্রতিযোগী অংশ নিলেও তখন কোনো হান্ট হয়নি। বাংলাদেশের আয়োজক কর্তৃপক্ষ নিজেরাই বাছাই করে প্রতিযোগী পাঠিয়েছিলেন। তবে দ্বিতীয়বারের এই আয়োজনে প্রতিযোগী পাঠাতে সেরাদের নির্বাচন করতে হান্টের আয়োজন করা হয়েছে।

যোগ করে তিনি আরও বলেন, এখন উপস্থাপনা নিয়েই ব্যস্ততা কেটে যাচ্ছে। এ বছর ‘ফেস অব বাংলাদেশ’ প্রতিযোগিতা শুরুর সময় থেকে আমি উপস্থাপনা করছি, থাকবো শেষ পর্যন্ত। পুরো কাজটা খুব এনজয় করছি। এর আগে গেল বছরের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রথম আসরের উপস্থাপনা করা কথা ছিল আমার। কিন্তু দেশের বাইরে থাকার কারণে সেটা আর করা হয়ে উঠে নি।

অনলাইনে নিবন্ধন করা অনেক ছেলে মেয়েদের মধ্য থেকে বাছাই করে ৩০ জন ছেলে ও ৩০ জন মেয়ে প্রতিযোগী রাখা হয়েছে। এই ৬০ জনকে নিয়ে চলছে গ্রুমিং। সেখান থেকে গ্র্যান্ড ফিনালের মাধ্যমে ৪ জন প্রতিযোগী বিজয়ী হবেন।

‘ফেস অব বাংলাদেশ’ প্রতিযোগিতার বিচারক হিসেবে আছেন আজরা মাহমুদ, বুলবুল টুম্পা, শাহরুখ আমিন , রফিকুল ইসলাম রাফ।

বিডি২৪লাইভ/আইএন/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: