বাজারে এল চিবিয়ে খাওয়া ড্রিংক ‘ড্রিংকো ফ্লোট’

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৯:২৭ পিএম

পানি কি কখনো চিবিয়ে খাওয়া যায় এ ধরণের ধারণা আমাদের কখনোই ছিল না। কিন্তু প্রথমবারের মত বাংলাদেশের পানীয় বাজারে প্রাণ নিয়ে এলো নাটা ডি কোকো সমৃদ্ধ এক সুস্বাদু ফ্লেভারড ড্রিংক ‘ড্রিংকো’ যা শুধু পান করাই যায় না, চিবিয়ে খাওয়াও সম্ভব।

স্ট্রবেরি, পাইনআপেল, ম্যাংগো এবং লিচি-এই চারটি ফ্লেভারে বাজারে পাওয়া যাচ্ছে ভিন্ন স্বাদের ড্রিংক ‘ড্রিংকো ফ্লোট’। এটি প্লাস্টিকের বোতলে বাজারজাত করা হচ্ছে যার ভেতরে থাকছে উল্লেখ্য চারটি ফ্রেভার অনুযায়ী সুস্বাদু নাটা।

এই নাটা সম্পূর্ণ রুপে অরগানিক এবং নারিকেলের পানি দিয়ে তৈরী। এই নাটাভর্তি ড্রিংকো খেতে হবে চিবিয়ে। পুরো বোতল ভর্তি এই নাটা পানীয় বাজারে এক নতুন সংযোজন যা এই গরমে মাতিয়ে রাখবে পানীয় প্রেমিদের।

বিডি২৪লাইভ/এমএম/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: