নুসরাত হত্যার বিচার চাইতে এফডিসিতে মানববন্ধন

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ১২:০৯ এএম

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার দাবীতে আগামীকাল সকাল ১১ টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) গেটে মানববন্ধন ডাকা হয়েছে। বিষয়টি জানান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব অপূর্ব রানা।

সারা দেশের মানুষ নুসরাত জাহান রাফি হত্যার বিচার চাইছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুসরাত জাহান রাফি। তার হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অপূর্ব রানা বলেন, ‘নুসরাতের হত্যার বিচারের দাবিতে চলচ্চিত্র পরিচালক সমিতি মানববন্ধনের আয়োজন করেছে। আগামী শনিবার বেলা ১১টায় বিএফডিসি গেটে এ মানববন্ধন করব আমরা। এতে চলচ্চিত্রের কলাকুশলীরাও অংশ নেবেন।’

৬ এপ্রিল শনিবার সকালে নুসরাত মাদরাসায় আলিম পরীক্ষা দিতে গেলে তাকে মিথ্যা সংবাদে মাদারাসার ভবনের চারতালায় নেন কয়েকজন। সেখানে মুখোশ পরা চার-পাঁচ ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।

এরই মধ্যে বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত জাহান রাফি মারা যান।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: