মৃত ব্যক্তি কি তাঁর বংশধরদের জন্য দোয়া করতে পারে?

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৩:৪৯ পিএম

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।

অনুষ্ঠানটির ২২৮৩তম পর্বে মৃত ব্যক্তি তাঁর বংশধরদের জন্য দোয়া করতে পারবেন কি না, সে বিষয়ে মেইলে জানতে চান মাফিদুর হক।

এর জবাবে মতিউল ইসলাম বলেন, না। মৃত ব্যক্তিরা জীবিতদের জন্য দোয়া করতে পারবেন না। জীবিতরা মৃতদের জন্য দোয়া করতে পারবেন। রাসুল (সা.) বলেছেন, মানুষ মারা গেলে তাঁর সব আমল বন্ধ হয়ে যায়। শুধু তিনটি কাজ বন্ধ হয় না। সেটা হচ্ছে, যদি সুশিক্ষা দিয়ে যায় কাউকে, সাদগায়ে জারিয়া, সুসন্তান রেখে গেলে, ওই সন্তান যদি আব্বা-আম্মার জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ তাঁর দোয়া কবুল করেন। কিন্তু মৃত ব্যক্তি দুনিয়ায় যাদের রেখে গেছেন, তাদের জন্য দোয়া করতে পারবেন না। কারণ তাঁর সব আমল বন্ধ হয়ে যাবে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: