বৃদ্ধি পেতে পারে আগামী ৩ দিনের তাপমাত্রা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৩:৩৬ পিএম

আগামী ৩দিন সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হ্রাসের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে এমনটাই জানানো হয়েছে।

বলা হয়েছে, আগামী তিনদিন দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হ্রাস পেতে পারে। তবে তাপমাত্রা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস।

অধিদপ্তরটি আরও বলছে, আগামীকাল বুধবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: