লিটনের আংটি বদল আজ

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৯:০৪ পিএম

বিশ্বকাপের জন্য দল ঘোষণার এক দিন পরেই ধর্মীয় রীতিতে আংটি বদল করেছেন লিটন কুমার দাস। ইসলামী রীতিতে যেটাকে বাগদান বলা হয়, হিন্দু ধর্মের বাঙালি রীতিতে সেটাকে বলা হয় ‘আশীর্বাদ’। নিজ জন্মস্থান দিনাজপুরেই লিটনের এই ‘আশীর্বাদ’ হয়েছে। জানা গেছে, স্ত্রীর বাড়িও দিনাজপুরেই।

দুপক্ষের অভিভাবকের সম্মতিতেই এই বিয়ের আয়োজন। ছেলেপক্ষ কনেপক্ষের বাড়িতে গিয়ে আংটি পরিয়ে আশীর্বাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।

বাংলাদেশের দলের খেলোয়াড়দের যেন বিয়ের হিড়িক পড়েছে। বিশ্বকাপ দলে থাকা সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজ একই মাসে বিয়ের পিঁড়িতে বসেছেন। ১৯ এপ্রিল টেস্ট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুমিনুল হকেরও বিবাহত্তোর সংবর্ধনা। এর মধ্যে নতুন করে যোগ হলো লিটন দাসের নামটি।

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৫টি টেস্ট, ২৭টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন লিটন। যার মধ্যে ওয়ানডেতে ১২১ রানের একটি ঝলমলে ইনিংস রয়েছে।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: