মেলায় ফ্লাইট এক্সপার্ট দিচ্ছে ইন্সট্যান্ট ক্যাশব্যাক সুবিধা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৫:৪১ পিএম

দেশের বৃহত্তম পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের (বিটিটিএফ) নবম আসর শুরু হয়েছে আজ (১৮ই এপ্রিল) থেকে। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আয়োজন করছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

মেলায় ৪টি হল, ২৪টি প্যাভিলিয়ন, ১৬টি সেমি-প্যাভিলিয়নসহ মোট ২২০টি স্টলে দেশি প্রদর্শকদের সঙ্গে কমপক্ষে ১৩টি দেশের প্রায় ৭০ জন বিদেশি প্রদর্শক থাকবেন। টোয়াব আয়োজিত বিটিটিএফ প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত দর্শনাথীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ মূল্য জনপ্রতি ৩০ টাকা।

মেলার অন্যতম আকর্ষন কিস্তিতে (ইএমই) বিদেশ ভ্রমণের সুযোগ। আর এই সুযোগ দিচ্ছে ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট।

ফ্লাইট এক্সপার্টের এক্সিকিউটিভ রিফাত মাহমুদ জানান, বাংলাদেশের প্রথম অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট কিস্তিতে বিদেশ ভ্রমণসহ বিশ্বকাপ দেখার সুযোগ করে দিচ্ছে। থাকছে ৩৬ মাসের সিস্তি পরিশোধের সুবিধা।

এছাড়া ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব) আয়োজিত বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) এয়ার টিকেট ক্রয়ের ওপর ১০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে। তিনি জানান, আভ্যন্তরীণ এয়ার টিকিটে তারা সবচেয়ে কমমূল্যে টিকেট দিচ্ছেন ভ্রমণেচ্ছুদের।

তাদের কাছ থেকে টিকেট ক্রয়ে থাকছে ‘বুক নাও পে লেটার’ সুবিধা। রিফাত জানান, মোবাইল অ্যাপসহ তাদের বছরের ৩৬৫ দিন আনলিমিটেড গ্রাহক সেবা।

অ্যাপের মাধ্যমে বিশ্বের ৬৫০টিরও বেশি বিমান কোম্পানির টিকেট ক্রয়ের সুবিধা থাকছে তাদের কাছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: