কোটি টাকা মূল্যের তক্ষকসহ আঙ্গুর মিয়া আটক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৮:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি তক্ষক পাচার করার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম আঙ্গুর মিয়া (৪৫)। তিনি নাসিরনগর উপজেলার ধনকুড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া থেকে ৭৫ হাজার টাকায় তক্ষকটি ক্রয় করেন অভিযুক্ত আঙ্গুর মিয়া। পরে তক্ষকটি কোটি টাকায় বিক্রির উদ্দেশে ঢাকা নেয়ার পরিকল্পনা করেন তিনি। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় আসলে তক্ষকটিসহ আঙ্গুর মিয়াকে আটক করে পুলিশ।

নাসিরনগর থানার এএসআই রিপন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষকসহ আঙ্গুর মিয়াকে আটক করা হয়েছে। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে আটককৃত আঙ্গুর মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: