অমানবিক নির্যাতনে গৃহবধু হাসপাতালে

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৬:১২ পিএম

রাণীশংকৈল ধর্মগড় ধুলঝাড়ি গ্রামের গৃহবধু লিপি আক্তার (২১) স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের হাতে অমানবিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে পাষন্ড স্বামী কাউসার অমানবিক মারধর করে। স্থাণীয় ইউপি সদস্য সিদ্দিক আলী লিপিকে উদ্ধার করে শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের ফ্লোরে চিকিৎসাধীন অবস্থায় লিপি যন্ত্রণায় কাতরাচ্ছে।

নির্যাতিতা লিপি হাসপাতালের ফ্লোরে চিকিৎসাধীন অবস্থায় আমাদের প্রতিনিধিকে বলেন, বিয়ের এক বছর জীবনে শ্বশুর বাড়ির লোকজন সব সময় আমাকে মারপিট করে। ধর্মগড় ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল বিচারের শালিসের মাধ্যমে আমাকে শ্বশুর বাড়ি পাঠানোর এক মাসের মধ্যেই আবার এভাবে মারপিট করে। সিদ্দিক মেম্বার আমাকে উদ্ধার না করলে হয়তো আমাকে মেরে ফেলতো। আমাকে অমানবিক নির্যাতন করার জন্য স্বামী শ্বশুর শ্বাশুড়ি দেবরের উপযুক্ত বিচার চাই।

কাউসার মুজাহিদাবাদ ভদ্রেশ্বরী গ্রামের মৃত সইদুল হকের ছেলে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি তবে মামলা করা হবে বলে লিপির বাবার বাড়ির লোকজন জানান।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: