কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০১:১৪ পিএম

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক অনুষদের আয়োজনে আগামী ২৩ এপ্রিল (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০১৯’। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ৫০১ নং রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনটির শুভ উদ্বোধন করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সম্মেলনের আহবায়ক এবং কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মানিত অতিথি থাকবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য।

সম্মেলনে তিনটি অধিবেশনে তিনটি বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রথম অধিবেশনে ‘অন্য রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। 

দ্বিতীয় অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী রেজওয়ান তালুকদারের সভাপতিত্বে ‘উইলিয়াম শেক্সপিয়র’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শফি আহমেদ। তৃতীয় অধিবেশনে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে ‘সাহিত্যতত্ত্ব ও বাংলা ভাষা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য।

এ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের অন্তর্ভুক্ত বাংলা ও ইংরেজি বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন।

‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৯’র সম্পর্কে সম্মেলনের আহবায়ক ড. জি. এম. মনিরুজ্জামান বলেন,‘আমরা প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনেও পদচারণা থাকুক। ভবিষ্যতে আমরা এধরনের সম্মেলন আরো বড় পরিসরে আয়োজন করার চেষ্টা করবো যেখানে পার্শ্ববর্তী দেশগুলোর শিক্ষার্থীদেরও অংশগ্রহণ থাকবে।’

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: