নীলফামারীতে ৪০ প্রহর ব্যাপি হরিনাম সংকীর্তন শুরু

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০২:০৯ পিএম

‘ঘোর অন্ধকারময় কলিযুগে জীবের একমাত্র মুক্তিমন্ত্র হরিনাম সংকীর্তন’এই শ্লোগানে বিশ্ব শান্তি ও সমগ্র জীবজগতের কল্যাণে নীলফামারীর ডোমারে ৬৩তম বার্ষিকী ৪০প্রহর ব্যাপি অখন্ড শ্রী শ্রী হরিনাম সংকীর্তন শুরু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) ডোমার পৌরসভার বনওয়ারী মোড়ে স্বর্গীয় বনওয়ারী লাল আগরওয়ালার বাসভবনে অরুনোদয় হতে শুরু হয়ে হরিনাম সংকীর্তন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

এতে নাম সুধা পরিবেশন করবেন, সিরাজগঞ্জের শ্রী রুপ নারায়ন সম্প্রদায় ও শ্রীকৃষ্ণ সারথী সম্প্রদায়,ঢাকা সাভারের ভোলানাথ সেবা সংঘ, নীলফামারীর রামকৃষ্ণ সম্প্রদায়, নড়াইলের শ্রী রাধা গোবিন্দ সেবা সংঘ এবং মানিকগঞ্জের শ্রী কৃষ্ণ সেবা সংঘ।

হরিনাম সংকীর্তন শোনার আহবান জানিয়েছেন স্বর্গীয় ঘিষুলাল আগরওয়ার পরিবারের পক্ষে ছেলে রামনিবাস আগরওয়ালা। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: