শবে বরাতের রাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৬:৫১ পিএম

পবিত্র শবে বরাত আগামী ২১ এপ্রিল রোববার। ধর্মীয় এই অনুষ্ঠানের পবিত্রতা রক্ষার্থে ও রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পটকা এবং আতশবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার (২০ এপ্রিল) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ ঘোষণা দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে আতশবাজি, পটকাবাজিসহ অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি কমিশনার। রোববার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২২ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত এ নিষিদ্ধ ঘোষণা বহাল থাকবে।

এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে নগরবাসীকে।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: