স্বাধীনতার ৫০ বর্ষপূর্তির আগেই সফল হব: ড. কামাল

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৬:৫৬ পিএম

পরিবর্তন প্রক্রিয়া অনুসরণ করে, গঠনমূলক রাজনৈতিক চর্চার মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতি অর্থবহ করা সম্ভব হবে বলে মনে করেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ শনিবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর আরামবাগে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে নিজের ৮৩তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন ছাত্র সমাজের প্রতি আহবান জানিয়ে বলেন, স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা ধরে রাখতে হবে।

তিনি সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে তরুণদের আন্দোলনের দিকে ইঙ্গিত করে বলেন, আমরা স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তির আগেই সফল হবো। দেশ আরও এগিয়ে যাবে।

গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ড. কামাল হোসেনেকে তার ৮৩তম জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতাকর্মীরা। এরপর দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন ড. কামাল। এ সময় গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এমই/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: