নুসরাত হত্যা: আ’লীগ নেতা রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৮:২২ পিএম

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ও আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গ্রেফতার দেখিয়ে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার বিকাল ৫টার দিকে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহম্মেদের আদালতে তাকে হাজির করা হয়। 

নুসরাত হত্যাকাণ্ডে রুহুল আমিনসহ এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলম, শিক্ষক আবছার উদ্দিন, নুরাতের সহপাঠী আরিফুল ইসলাম, কেফায়াত উল্লাহ জনি, মোহাম্মদ আলা উদ্দিন, নুর হোসেন, শাহিদুল ইসলাম, নুর উদ্দিন, শাহাদাত হোসেন, মো: শামীম, অধ্যক্ষের ভাগনি উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মনি, জান্নাতুল আফরোজ মনি, জাবেদ হোসেন, যোবায়ের হোসেন, শরিফুল ইসলাম ওরফে শরিফ এবং সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। 

নুসরাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন, রুহুল আমিনকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহমেদের আদালতে হাজির করে নুসরাত হত্যার ঘটনা সম্পর্ক জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মাদ্রসাছাত্রী নুসরাত জাহান রাফি হত‌্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মাদ্রাসা কমিটির সহ-সভাপতি রুহুল আমিনকে আটক করে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে সোনাগাজী থেকে তাকে আটক করে পিবিআই। 

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে কেন্দ্রে উপস্থিত হয় নুসরাত জাহান রাফি। সেখানে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। গত ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: