শ্রীলঙ্কায় বোমা হামলা, দুই বাংলাদেশি নিখোঁজ

প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৪:১৬ পিএম

শ্রীলঙ্কায় ইস্টার সানডে উপলক্ষে গির্জায় প্রার্থনা চলাকালীন সময়ে রবিবার (২১ এপ্রিল) ৬টি গির্জায় ও দু’টি উন্নতমানের হোটেলে পাঁচটি সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৮৯ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। আহত কমপক্ষে পাঁচ শতাধিক বলে জানা যায়।

রবিবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ৬টি গির্জা ও শহরের প্রধান দু’টি হোটেলকে লক্ষ্য করে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটে।

শ্রীলঙ্কার বোমা হামলার ঘটনায় শিশুসহ দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তারা শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল বলে তাদের পরিবার জানিয়েছে।

রবিবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় নিখোঁজ দু’জনকে খুঁজে বের করার চেষ্টা করছি।’

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: