ইলিশ সম্পর্কে সচেতনতা সভা অনুষ্ঠিত  

প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৮:৩৩ পিএম

ভোলা সদর উপজেলায় ইলিশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সহ-ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) ইলিশা ইউনিয়ন পরিষদ হল রুমে ইউএসআইডির অর্থায়নে মৎস্য বিভাগ ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর সহযোগিতায় কোস্ট ট্রাস্টের আয়োজনে দিনব্যাপী এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহম্মেদ হাসান মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, ইকোফিশ প্রকল্পের ওয়ার্ল্ড ফিশ রিসার্স অ্যাসোসিয়েট অংকুর মোহাম্মদ ইমতিয়াজ জামান, প্যানেল চেয়ারম্যান মোস্তাফা মিয়া, কোস্ট ট্রাস্ট, ইকোফিশ প্রকল্পের সহ-সমন্বয়কারী (টিএস) সোহেল মাহমুদ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয়  ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, রাজনীতিবিদ ও মৎস্যজীবি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সভায় ইলিশ সম্পর্কে সতেচন, অবৈধ কারেন্ট জালের অপব্যবহার, জাটকা ধরা বন্ধ করা, বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বীসহ বিভিন্ন বিষয়ে জেলেদের সচেতন করার লক্ষ্যে আলোচনা করা হয়। 

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: