পাংশায় ফুটবল প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০৮:০৫ পিএম

রাজবাড়ীর পাংশায় ক্রীড়া পরিদপ্তর, বাংলাদেশ ঢাকা কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৮-১৯ইং এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২০ দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫ ঘটিকায় পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে  পাংশা উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান হতে মোট ৩২ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাংশা জর্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশিদা খাতুন, পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিরজু, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির, প্রশিক্ষক আব্দুল করিম, ক্রীড়া শিক্ষক ফিরোজ হোসেন, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।  

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: