সাটুরিয়ায় সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৩:০০ এএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সরকারী ভিকু মেমোরিয়াল কলেজে উগ্র সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন হয়েছে। 

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সম্পীতি প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পাসা এনজিও কর্তৃক আয়োজিত এই ক্যাম্পেইনে অংশ নেয় ওই কলেজের শতাধিক শিক্ষার্থী।

সচেতনতামূলক এই ক্যাম্পেইনে নির্ধারিত বিষয়টির ওপর আলোচনা করেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেল শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

পাসা এনজিওর নির্বাহী পরিচালক ফরিদ খানের পরিচালনায় এই ক্যাম্পেইনে আরও বক্তব্য রাখেন, ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহীন ও প্রকল্প ব্যবস্থাপক মফিজুল ইসলাম।

বক্তারা বলেন, কোন ধর্মেই উগ্রবাদ বা সহিংসতাকে সমর্থন করে না। এক শ্রেণির সুবিধাবাদী লোক তাদের ভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন পরে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকলকে সনদ দেয়া হয়।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: