তুরস্কে জুলাই থেকে এস-৪০০ সরবরাহ শুরু হবে: রাশিয়া

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ১২:০৯ পিএম

রাশিয়া বলেছে, তুরস্কে জুলাই থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা সরবরাহ করা শুরু হবে। মার্কিন হুঁশিয়ারিকে উপেক্ষা করে শুরু হবে এ তৎপরতা। এ খবর দিয়েছে পার্সটুডে।

এ কথা জানিয়েছেন রুশ রাষ্ট্রীয় অস্ত্র রফতানিকারক সংস্থা ‘রোসোবোরোনএক্সপোর্তের’ প্রধান আলেকজান্দার মিখাইয়েভ। রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে তিনি আরও বলেন, এরই মধ্যে এস-৪০০ সরবরাহ করা নিয়ে সব বিষয়ে আলোচনা এবং মতৈক্য হয়েছে।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ নিলে আঙ্কারাকে এফ-৩৫ স্টেলথ জঙ্গি বিমান এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপ যোগ্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ সংক্রান্ত সব তৎপরতা বন্ধ করে দেয়া হবে বলে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করছে আমেরিকা।

কিন্তু এ পর্যন্ত মার্কিন হুঁশিয়ারিকে আমলেই নেয় নি তুর্কি সরকার এবং এস-৪০০ কেনার প্রক্রিয়া থেকে পিছু হটেও আসে নি। তুরস্ক-আঙ্কারা টানাপড়েন যখন তুঙ্গে তখন এস-৪০০ সরবরাহ শুরুর সময় ঘোষণা করা হলো।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: