রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৫:২৪ পিএম

মোহাম্মদ রনি খাঁ,
গণ বিশ্ববিদ্যালয় থেকে:

সম্প্রতি শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা-আরিচার মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টায় ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইলে পনের মিনিটের বেশি সময় অবস্থান নেয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই, ধর্ম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। যারা ধর্মের দোহাই দিয়ে মানুষকে হত্যা করে, তারা নরপশু। নরপশুদের হাত থেকে অবুঝ শিশুরাও রক্ষা পায় না।’

পরে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় রাস্তার উভয় পাশে সাময়িক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ তিনটি শহরে আটটি সন্ত্রাসী হামলায় প্রায় ৩০০ মানুষের মর্মান্তিক মৃত্যু এবং প্রায় ৫০০ জনের আহত। সর্বশেষ হামলায় এখন পর্যন্ত  ৩৫৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: