ফের রাজধানীতে বিএনপির বিক্ষোভ 

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০১:১৩ পিএম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে নয়াপল্টনে আরও একটি বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা মহানগর বৃহত্তর উত্তরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বিমান বন্দরের সামনে শুরু হয়ে জসিম উদ্দিন রোডে গিয়ে শেষ হয়। 

রুহুল কবির রিজভী বলেন, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী রেখে বর্তমান শাসকগোষ্ঠী চিরকাল রাষ্ট্রক্ষমতায় থাকার যে স্বপ্ন দেখছে তা এদেশের জনগণ কোনদিনই বাস্তবায়িত হতে দেবে না। হারানো গণতন্ত্র ও মানুষের মৌলিক মানবাধিকার ফিরে পেতে জনগণের আশা-আকাঙ্খার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে হবে।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এর নেতৃত্বে মিছিল শুরু হলে ঢাকা মহানগর বৃহত্তর উত্তরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন ও এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে শ্লোগান দেয়৷

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরা থানা বিএনপির আহবায়ক আফাজ উদ্দিন আফাজ, বিমান বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভুঁইয়া, উত্তরা থানা যুবদল সভাপতি মিলন মিয়া, তুরাগ থানা যুবদল সভাপতি আলমাস আলী, বিমান বন্দর থানা যুবদল সভাপতি মো: সবুজ, দক্ষিণ থানা যুবদল সভাপতি শেখ আবদুল্লাহ রাসেল, উত্তর খান থানা যুবদল সভাপতি রুস্তম আলী, উত্তরা পূর্ব থানা যুবদল সভাপতি আমিনুল হক, উত্তরা পূর্ব থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এস আই টুটুল, উত্তরা পশ্চিম থানা যুবদল সাধারণ সম্পাদক মো. মাসুম, তুরাগ থানা যুবদল সাধারণ সম্পাদক মামুন মিয়া, উত্তরা পূর্ব থানা যুবদল সাধারণ সম্পাদক অপু শিকদার, দক্ষিণ খান থানা যুবদল সাধারণ সম্পাদক মাসুদ আলম মিঠু, উত্তর খান থানা যুবদল সাধারণ সম্পাদক এনামুল হক, খিলক্ষেত থানা যুবদল সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ছাত্রদল নেতা কুতুব এবং সোহাগসহ অসংখ্য নেতাকর্মী। 

বিডি২৪লাইভ/এসএএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: