বগুড়ায় সামাজিক সংগঠন ‘জাগো বগুড়ার’ আত্মপ্রকাশ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৬:৫৬ পিএম

জেগে ওঠো অন্যায়ের বিরুদ্ধে শ্লোগানকে সামনে রেখে বগুড়ায় আত্মপ্রকাশ করল সামাজিক সংগঠন জাগো বগুড়া। মাদক, বাল্য বিবাহসহ বর্তমান সমাজের নানা সামাজিক সমস্যা প্রতিহত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ সংগঠনটির কমিটিও ঘোষণা করা হয় উক্ত অনুষ্ঠানে।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে সাংবাদিক আতিক রহমানের সভাপতিত্বে বগুড়া পৌর এ্যাডওয়ার্ড পার্কের জগিং সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। 

এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে এসএম বদিউজ্জামান বলেন, মাদক ও বাল্য বিবাহ নির্মুল করতে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। বগুড়ার প্রতিটি পাড়া মহল্লায় মাদক বিরোধী কার্যক্রম পরিচালনায় জাগো বগুড়ার সফলতা কামনা করেন তিনি।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াফিক শিপলু, সহ সভাপতি রবিউল ইসলাম রণি ও রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব,সাংগঠনিক সম্পাদক আল আমিন ও স্বাধীন হোসাইন,প্রচার সম্পাদক সাংবাদিক খালিদ হাসান,মহিলা বিষয়ক সম্পাদিকা বন্যা পারভেজ প্রমুখ।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: