টানা ৪১ দিনের ছুটিতে যাচ্ছে জাবি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৩:৫২ পিএম

আগামী ১ মে থেকে ৪১ দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১মে থেকে ৪১ দিনের জন্য ছুটি শুরু হতে যাচ্ছে। যা চলবে জুন মাসের ১০ তারিখ পর্যন্ত।

রবিবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মে দিবস, গ্রীস্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা, রমজান, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদ-উল- ফিতর উপলক্ষে ৪১ দিনের ক্লাশ ছুটি ঘোষণা করা হলো।

তবে বিশ্ববিদ্যালয়ের অফিস ছুটি ০১ মে‘ মে দিবস’ উপলক্ষে ০১ দিন, ১৮ মে বৌদ্ধ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে একদিন ও ২৬ মে থেকে ১০ জুন পর্যন্ত রমজান, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদ-উল- ফিতর উপলক্ষে বন্ধ থাকবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: