এবার আফ্রিকার একটি গির্জায় হামলা, নিহত ৬

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০৯:৫৭ এএম

শ্রীলঙ্কায় ইস্টার সানডে উপলক্ষ্যে প্রার্থনার সময় ৭টি স্থানে একইসঙ্গে ভয়াবহ সিরিজ বোমা হামলার রেশ কাটতে না কাটতেই এবার বড় ধরনের হামলা হয়েছে আফ্রিকার বুরকিনা ফাসোর একটি গির্জায়। দেশটির উত্তরাঞ্চলের প্রোটেস্ট্যান্ট গির্জাটিতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে সাতটি মোটরসাইকেল নিয়ে দেশটির সৌম প্রদেশের গির্জায় প্রার্থনার শেষ সময়ে আকস্মিক হামলা চালায় বন্দুকধারীরা। এ হামলায় গির্জার যাজক ও তার দুই ছেলেসহ তিন উপাসক নিহত হন।

জানা গেছে, আফ্রিকান দেশটির সৌম প্রদেশের রাজধানী জিজোর নিকটবর্তী ছোট্ট শহর সিলগাদজিতে গির্জাটি অবস্থিত। প্রার্থনায় অংশ নিতে উপস্থিত হয়েছিলেন অনেক মানুষ। হামলার শেষ পর্যায়ে সাতটি মোটরসাইকেল নিয়ে আকস্মিক হামলা চালায় বন্দুকধারীরা। গির্জায় ওই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬ জন। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে ১১ জন।

এদিকে কারা এ হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গির্জায় হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে বুরকিনা ফাসো কর্তৃপক্ষের অভিযোগ, জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত হয়ে স্থানীয় বিদ্রোহীগোষ্ঠী আনসারুল ইসলামের জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছেন।

উল্লেখ্য, রবিবার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ইস্টার সানডে উপলক্ষে প্রার্থনায় সময় সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ২৫৯ জন। আহত হয়েছে কমপক্ষে পাঁচ শতাধিক। ওই হামলার পর দফায় দফায় ধর্ম উপাসনালয়গুলোতে হামলা চলছে। তবে ওই হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এর আগে ২০১৬ সালে পশ্চিম আফ্রিকার দেশটিতে সৌম অঞ্চলে বড় ধরনের একটা জিহাদি সহিংসতা শুরু হয়। তবে ওই হামলার পর এটিই প্রথম সেবথেকে বড় গির্জায় হামলা বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সূত্র: বিবিসি

বিডি২৪লাইভ/এসএএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: