‘আফগান শান্তি প্রক্রিয়া সফল করার চেষ্টা করছে পাকিস্তান’

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ১০:২১ পিএম

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক স্বার্থেই প্রয়োজন এবং পাকিস্তান এ বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করছে। এ খবর দিয়েছে পার্সটুডে।  

আজ (মঙ্গলবার) রাজধানী ইসলামাবাদে পাকিস্তান-আফগানিস্তান ট্রাক-২ সংলাপের সপ্তম রাউন্ডে তিনি এসব কথা বলেন। কোরেশি বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পাকিস্তান আমেরিকাকে সাহায্য করছে। তবে অবশ্যই আফগান জনগণকে দেশটির ভবিষ্যত নির্ধারণ করতে হবে।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রতিবেশী দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি কয়েকটি দেশ সফর করেছি এবং আফগান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমে খালিলজাদের সঙ্গে বৈঠক করেছি।”  

কাবুলকে নতুন ভবিষ্যত নির্মাণের আহবান জানিয়ে শাহ মেহমুদ কোরেশি বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের অংশীদারিত্বমূলক ভবিষ্যত রয়েছে। আফগানিস্তানের উন্নয়নে পাকিস্তান ১০০ কোটি ডলারের প্রকল্প বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: