বিশ্বকাপের আগে দুঃসংবাদ

প্রকাশিত: ০৩ মে ২০১৯, ১২:২৮ এএম

ইংল্যান্ড বিশ্বকাপের আগে ওয়ানডেতে পয়েন্ট হারাল বাংলাদেশ ক্রিকেট দল। তবে পয়েন্ট হারালেও র‌্যাংকিংয়ে সেই সাতেই পড়ে আছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি।

প্রতিবছর মে মাসে বার্ষিক হালনাগাদকৃত র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি। হালনাগাদের পূর্বে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯০ আর পাকিস্তানের রেটিং পয়েন্ট ছিল ৯৭। হালনাগাদের পর বাংলাদেশের পয়েন্ট কমে হয়েছে ৮৬ ও পাকিস্তানের পয়েন্ট কমে গিয়ে দাঁড়িয়েছে ৯৬।

শুধু ওয়ানডেতেই নয়, টেস্টেও বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে। আগে ছিল ৬৮। এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬৫। তবে রেটিং পয়েন্ট কমলেও র‌্যাংকিংয়ে সেই নয় নম্বরেই পরে আছে বাংলাদেশ দল।

ওয়ানডেতে সর্বোচ্চ ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ১২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ভারত ও ১১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ৮০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরেই আছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: