নবজাতকের নাম রাখা হলো ‘ফণী’

প্রকাশিত: ০৩ মে ২০১৯, ১০:০৪ পিএম

মধ্যরাতের পরে যে কোনো সময় বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফণী। এরই মধ্যে উপকূলীয় ঝুঁকিপূর্ণ ১৯ জেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ লাখ ৪০ হাজার ৭৯৫ জনকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল।

অপরদিকে ভারতে ফণীর কারণে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া আস্ত স্কুল বাস উড়ে যেতেও দেখা গেছে। আর ভারতের উড়িষ্যায় এই দুর্যোগের মধ্যেই জন্ম নেয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘ফণী’। খবর ভারতীয় বার্তা সংস্থা এএনআই’র।

প্রতিবেদনে এএনআই জানিয়েছে, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে শুক্রবার (৩ মে) স্থানীয় সময় বেলা ১১টা ৩ মিনিটে পৃথিবীর আলো দেখে কন্যাশিশুটি। শিশুটির মা (৩২) মঞ্চেশ্বর রেলওয়ের কোচ মেরামত ওয়ার্কশপের কর্মচারী। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এ রকম ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও ঘূর্ণিঝড়ের সময় জন্ম নেয়া শিশুর নাম ঘূর্ণিঝড়ের নামে রাখার নজির রয়েছে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: