ধ্বংসস্তূপে টাইগারদের ব্যাটিং লাইনআপ

প্রকাশিত: ০৫ মে ২০১৯, ১০:৫৫ পিএম

ত্রিদেশীয় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক আয়ারল্যান্ড উলভস দলের অধিনায়ক হ্যারি টেক্টর। রবিবার বিকাল পৌনে ৫টায় দ্যা হিলস ক্রিকেট মাঠে শুরু হয় ম্যাচটি।

ব্যাটিংয়ে নেমে আইরিশ ওপেনার জেমস ম্যাককলাম সর্বোচ্চ ১০৯ বলে ১০২ রানের ইনিংস খেলেছেন। মিডেল অর্ডারে রান বাড়িয়েছেন সিমি সিং। ৯৫ বলে ৯১ রানের ইনিংস খেলেছেন তিনি।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা তাসকিন আহমেদ। দুই উইকেট নিয়েছেন আরেক ফাস্ট বোলার রুবেল হোসেন। সাকিব, মিরাজ ও ফরহাদ রেজা একটি করে উইকেট নিয়েছেন।

৩০৮ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ধীরে সুস্থেই করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। কিন্তু ইনিংসের ১২তম ওভারে এসেই ছন্দপতন ঘটে তামিমের। ৩৩ বলে ২১ রান করে গেটকেটের বলে সরাসরি বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি।

এরপর ক্রিজে ব্যাট করতে আসেন সাকিব আল হাসান। সাকিবকে সঙ্গী বানিয়ে ক্রিজে বেশিক্ষন স্থায়ী হতে পারলেন না লিটন দাস। পরের ওভারের পিটার চেজের বলে ক্যাচ আউটের ফাঁদে পরেন তিনি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৯ বল খরচে ২৬ রান।

পরপর দুই উইকেট হারিয়ে জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন সাকিব ও মুশফিক। কিন্তু সে যাত্রাও সাকিবকে একা ফেলেই মাঠ ছাড়েন মুশফিক।

আইরিশ পেসার ইয়াংয়ের বলে ক্যাচ আউটের ফাঁদে পড়ার আগে মুশফিকের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ১১ রান।

৫৬ রানের মাথায় প্রথম উইকেটের পতনের পর দলীয় ৮২ রানেই তিন উইকেট হারায় বাংলাদেশ। ৫ম ব্যাটসম্যান হিসেবে সাকিবকে সঙ্গ দিতে ক্রিজে এসে মাত্র ১৩ রান করে ফিরে গেছেন মিঠুনও।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১২ রান। সাকিব ২১ ও মাহমুদউল্লাহ ৮ রান করে ব্যাট করছেন।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, সাইফউদ্দিন, আবু জায়েদ চৌধুরী রাহি, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান রোমান, ইয়াসির আলি চৌধুরী, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা।

আয়ারল্যান্ড উলভস: হ্যারি টেক্টর (অধিনায়ক), মার্ক এডেইর, জেমস ক্যামেরন-ডো, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকাটে, ট্রাইওন কেন, নেইল রক, জেমস শ্যানন, সিমি সিং, জ্যাক টেক্টর ও ক্রেইগ ইয়াং।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: