হঠাৎ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি

প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০১:২১ পিএম

হঠাৎ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২।

স্থানীয় সময় মঙ্গলবার (০৭ মে) ভোর রাতে পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে এ ভূমিকম্পের ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, শক্তিশালী এ ভূমিকম্পটির উৎপত্তি পাহাড়ি দেশটির পূর্ব প্রান্তে ভূপৃষ্ঠের ১২৭ কিলোমিটার গভীরে, পূর্বাঞ্চলীয় শহর লাই থেকে ৬৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

লাইয়ের দমকল বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানিয়েছে এ পর্যন্ত তাদের কাছে কোনো ডাক আসেনি।

ইউএসজিএসের সঙ্গে সম্পর্কিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি হুমকি তৈরি হয়নি।

এর আগে, হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছিল কক্সবাজারের টেকনাফ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মংডু এলাকায়। জায়গাটি বাংলাদেশ থেকে একশ ৯৪ কিলোমিটার দূরে।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: