রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশের বিমান

প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৭:৩১ পিএম

মিয়ানমারে ইয়াংন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এই ঘটনায় পাইলটসহ ৫জন আহত হবার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ওই ফ্লাইটটিতে তখন ৩৩ জন আরোহী ছিলেন।

বিমানটি বুধবার (৮ মে) সন্ধ্যায় বাংলাদেশ থেকে মিয়ানমায়ের উদ্দেশ্যে রওনা হয়। এরপর ৭টার দিকে মিয়ানমার বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

দূতাবাস সূত্র জানিয়েছে, বৈরি আবহাওয়ার কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এবং বড় ধরণের দুর্ঘটনা থেকে নিরাপদে সবাইকে বের করে আনতে সক্ষম হয় মিয়ানমার বিমানবন্দর পুলিশ।

মিয়ানমার টাইমস সূত্রে জানা যায়, ইয়াংন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে ‘এস টু এজিকিউ’ বিমান ছিটকে পড়ে। বর্তমানে বিমান চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে যোগাযোগ করা হলে সত্যতা নিশ্চিত করে জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার শাহিনা বিডি২৪লাইভকে বলেন, ওই ফ্লাইটটিতে তখন ৩৩ জন আরোহী ছিলেন। সবাই এখন নিরাপদে রয়েছেন।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: