সাংবাদিকদের সেতুমন্ত্রী
সংসদে উঠছে সড়ক নিরাপত্তা আইন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন সংসদে আগামী রোববার প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন ২০১৮ তোলা হবে বলে
বুধবার (১২ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১১তম সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইনটি চলতি অধিবেশনে রোববার সংসদে উপস্থাপন করব। এরপর এটি স্ট্যান্ডিং কমিটিতে যাবে। দশম জাতীয় সংসদের একটি সংক্ষিপ্ত অধিবেশন আগামী অক্টোবরে হবে। সড়ক নিরাপত্তা আইনটি ওই অধিবেশনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এরপর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেকটা তড়িঘড়ি করে সড়ক নিরাপত্তা আইনের খসড়াটি অনুমোদন দেয় মন্ত্রিসভা।
বিডি২৪লাইভ/এসএস
সর্বশেষ
Site Developed & Maintaned by: Primex Systems