বিশ্ব একাদশের হয়ে তিন ম্যাচ খেলে কত টাকা পাবেন তামিম?

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ০১:১২ পিএম

২০০৯ সালে শ্রীলংকা দলের টিম বাসের উপর সন্ত্রাসীদের হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন একদম বন্ধ হয়েই গিয়েছিল। মাঝে ছোট দলগুলো সফরে গেলেও বড় কোনো দল কিংবা আন্তর্জাতিক কোনো আসর বসে নি।

তবে সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্যোগে আইসিসি পাকিস্তানের মাটিতে বিশ্ব একাদশ বনাম পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করে। ক্রিকেট বিশ্বের সেরা সেরা ক্রিকেটাররা আছেন বিশ্ব একাদশের এই স্কোয়াডে। যার জন্য বিপুল পরিমাণ অর্থ গুনতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

তিন ম্যাচ টি-২০ সিরিজের ইতিমধ্যে দুইটি ম্যাচ হয়ে গেছে। যার মধ্যে প্রথম ম্যাচটি জিতে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচটি জিতে বিশ্ব একাদশ। বিশ্ব একাদশের ক্রিকেটারদের বিশাল অর্থ দেবার পাশাপাশি নিরাপত্তায় প্রচুর অর্থ ঢালছে পিসিবি। এই তিন ম্যাচের সিরিজ আয়োজনে প্রায় ২.৫-৩ মিলিয়ন ইউএস ডলার খরচের পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিরাপত্তা খাতে ব্যয় হচ্ছে ১.১ মিলিয়ন ইউএস ডলার।

অন্যদিকে ক্রিকেটারদের পকেটও ভরছে। যদিও পিসিবি কিংবা আইসিসি কেউ নিশ্চিত অর্থের পরিমাণ জানায় নি তবে ধারণা করা হচ্ছে বিশ্ব একাদশের স্কোয়াডে থাকা প্রত্যেক ক্রিকেটার পাবেন ১ মিলিয়ন ইউএস ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ৮০ লক্ষ টাকা।

উল্লেখ্য, বিশ্ব একাদশের হয়ে খেলতে বর্তমানে পাকিস্তানে আছেন বাংলাদেশের তামিম ইকবাল।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: