রোহিঙ্গা নির্যাতন: টাঙ্গাইলে ইমামদের মানববন্ধন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৩ পিএম

শেখ ফরমান এলিন,
টাঙ্গাইল থেকে:

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংসভাবে নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ভূঞাপুর উপজেলা ইমাম পরিষদ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর উপজেলা ইমাম পরিষদ আয়োজিত ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম, ভূঞাপুর সাবেক পৌরসভা মেয়র আব্দুল খালেক মন্ডল, ভূঞাপুর উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ও পূর্ব ভূঞাপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ রুহুল আমীন (বুলবুলে বাংলা), আসাদুজ্জামান খাঁন দারুম উলুম মাদ্রাসার মুহতামিম ও ইবরাহীম খাঁ কলেজে জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ মাহফুজুর রহমান, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও দেওয়ান বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ শহিদুল্লাহ্ আন্দিপুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মুফতি আসাদুজ্জামান (শামীম) প্রমুখ।


বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: