নালিতাবাড়ীতে কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৭, ০৯:০৮ পিএম

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) এর আওতায় কম্বাইন হারভেস্টার যন্ত্র (ধান কাটা ও মাড়াই যন্ত্র) বিতরণ করা হয়।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মুক্তমঞ্চ হতে যন্ত্রগুলো উপকারভোগী কৃষকের নিকট হস্তান্তর করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২য় পর্যায়ের অধীনে ২০১৭-১৮ অর্থ বছরে ৫০% হারে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) প্রদানের আওতায় এ কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফজলুল হক, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী গোপাল চন্দ্র সরকার, উপজেলা কৃষি অফিসার শরিফ ইকবাল, এসিআই এর পরিচারক সেলস মো: আজম আলী, সেলস ম্যানেজার মো: জাকির হোসেন, মার্কেটিং অফিসার আবদুল্লাহ আল মামুন প্রমুখ। 

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: