গ্যাসের আগুনে ৮৫ ভাগ দগ্ধ কেয়ারটেকারের

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৭, ০২:২৮ পিএম

রাজধানীর মিরপুর পল্লবীর একটি বাড়ীর নীচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় তন্ময় দত্ত (২০) নামে এক দগ্ধ হয়েছেন। মঙ্গবার (১৪ নভেম্বর) সকাল সারে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে আসে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহাফুজ রিভেন বিডি২৪লাইভকে জানান, মিরপুর পল্লবী ব্র্যাক ব্যাংকের অপর পাশে ৪ নম্বর রোডের ৪ নম্বর ভবনের নীচ তলায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনা স্থলে ২ ইউনিট গিয়ে সারে ১১টার দিকে আগুন নিভিয়ে ফেল।

তিনি আরও জানান, গ্যাস লাইন লিকেজ থেকে রান্না ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণের পর, এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে ওই ভবনের কেয়ারটেকার তনয় দত্ত দগ্ধ হয়। দগ্ধ যুবক রান্না ঘরে রান্নার কাজ করছিল।

ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, তনয় দত্তের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে, তার অবস্থা আশংকাজনক।


বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: