প্রশাসনের রদবদল : অন্যথায় বোমা হামলা

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৭, ০৩:২৭ পিএম

প্রশাসনিক পদে রদবদলের দাবি জানিয়ে একটি উড়ো চিঠিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষক, শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের ডেইরী গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

&dquote;&dquote;মানববন্ধনে বক্তারা বলেন, একটি ষড়যন্ত্র কারী চক্র বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তাই এর সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া উচিত।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার একটি টাইপ করা উড়ো চিঠির মাধ্যমে আগামী ৫ থেকে ৯ তারিখের মধ্যে প্রশাসনে রদবদল করার কথা বলে অজ্ঞাতরা। অন্যথায় বোমা মেরে রেজিস্ট্রার ভবন উড়িয়ে দেয়া কথাও বলা হয় ওই চিঠিতে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: