হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠেছে জামায়াত, জরুরি বৈঠকে খালেদা 

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০১৮, ০৩:৫৫ পিএম

হঠাৎ ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা। সোমবার (৮ জানুয়ারি) রাত ৮টায় গুলশানস্থ বিএনপি চেয়াপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন জোট প্রধান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রবিবার (৭ জানুয়ারি) রাতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) এর মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বিডি২৪লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলেও জানা যায়।

বিএনপি সূত্রে জানা যায়, সম্প্রতি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কয়েকজন বিএনপি নেতার সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে তাবিথ আউয়ালের নাম ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

অপর দিকে, সম্প্রতি জোট সঙ্গী জামায়াত উত্তরের মেয়রপ্রার্থী হিসেবে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের নাম দলীয় ফোরামে ঘোষণা দেন। যা ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এই অবস্থার মধ্যে ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী দিয়েছে। তবে সে ব্যাপারে জামায়াতের সঙ্গে কোন ধরনের আলোচনা না করায় জামায়াত নেতাদের মধ্যে ক্ষোভের তৈরী হয়েছে। এ কারণে জামায়াত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এ নিয়ে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এসব বিষয় নিয়ে আজকে ২০ দলীয় জোটের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

নাম প্রকাশে বিএনপির এক নেতা বলেন, আজকের (৮ জানুয়ারি) ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হবে এটা খালেদা জিয়াই ভালো জানেন। তবে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া জামায়াতের প্রার্থী দেয়ার বিষয়টিও আলোচনায় থাকতে পারে।

এদিকে যুদ্ধাপরাদের বিচার শেষ হওয়া জামায়াত অনেকটা কলঙ্কমুক্ত হয়েছে। তাই ফুরফুরে মেজাজে থাকা জামায়াত হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠেছে বলে মনে করছে অনেকে।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: