কোরআন শরিফ অবমাননাকারী হাসান গ্রেপ্তার

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৮, ০৪:৩৬ পিএম

কোরআন শরিফ অবমাননাকারী হাসান-উল ইসলামকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আটক হাসান ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন (পিপিএম) জানান, মেঘনাঘাট এলাকা থেকে হাসান-উল ইসলামকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

সম্প্রতি হাসান-উল ইসলাম তার নামে ফেসবুক আইডিতে কোরআন শরিফ অবমাননা করে কয়েকটি ছবি পোস্ট করেন। এতে ছবিটি ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে ফতুল্লায় তোলপাড় সৃষ্টি হলে স্থানীয় মসজিদের ইমামরা জুমার নামাজ শেষে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেন।

পরে বিভিন্ন এলাকার কয়েক হাজার মুসলমান স্থানীয় একটি মাঠে ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ সমাবেশে মুসল্লিদের গ্রেফতারের আশ্বাস দিয়ে শান্ত করা হয়। এর পর হাসান-উল ইসলামের বড় ভাই হেদায়েত-উল ইসলামকে আটক করে পুলিশ।

 

বিডি২৪লাইভ/এমআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: