১৫ জেলায় ধর্মঘট চলছে

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৮, ১২:৪২ পিএম

খুলনাসহ দক্ষিণাঞ্চলের ১৫ জেলায় জ্বালানী তেল উত্তোলন বন্ধ ও পরিবহন ধর্মঘট চলছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হওয়া ধর্মঘট ৪ মার্চ সকাল ৯টা পর্যন্ত এ চলবে।

খুলনা-যশোর রোড সংস্কারের দাবিতে ধর্মঘট পালন করছে জ্বালানী তেল পরিবেশক ও ট্যাংকলরী মালিক সমিতি।
১ এপ্রিল খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি শ্রমিক মালিক ওনার্স অ্যাসোসিয়েশন বৈঠক করে এ ধর্মঘট আহ্বান করে। ধর্মঘটের কারণে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে।

মহানগরীর খালিশপুরের কাশিপুরে মেঘনা তেল কোম্পানির ডিপোর গেটের সামনে ধর্মঘটের সমর্থনে প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক, শ্রমিক ও চালকরা।

বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: