পাজেরো গাড়িতে ৩ হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৮, ০৫:১৩ পিএম

নওগাঁর নিয়ামতপুর উপজেলার টগরইল মধ্যপাড়ায় একটি পাজেরো জীপে তল্লাশী চালিয়ে ৩০০০ বোতল ফেন্সিডিলসহ দুজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সকাল ৭ টার দিকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন রাজশাহীর বাঘা উপজেলার মনি গ্রামের মো  রবিন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাররশিয়া গ্রামের মো. তসলিম।

শুক্রবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে এ নিয়ে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে ক্যাম্প ইনচার্জ স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে নওগাঁর নিয়ামতপুর সড়কে তিনটি ব্যারিকেড তৈরি করেন। প্রথম ব্যারিকেড পার হয়ে যাবার পর ধাওয়া করে একটি পাজেরো জীপের গতিরোধ করে তল্লাশী চালায় এবং ৩০০০ বোতল ফেন্সিডিলসহ দুজনকে আটক করে।

আটক রবিন ও তসলিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন র‌্যাব।

বিডি২৪লাইভ/এসএস 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: