তাজরিনের পাশে বাকৃবির শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৬ মে ২০১৮, ০৬:৫৪ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজরিন আক্তার কথার চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা। কথা কৃষি অনুষদের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে মাস্টার্স করছেন। তিনি জিবিএস নামক জটিল রোগ আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১৬ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টার কার্যালয়ে কথার বাবার কাছে সকল অনুষদের অনার্স শ্রেণির শিক্ষার্থীর এক মাসের ছাত্রবৃত্তির সমপরিমাণ নয় লক্ষ টাকার একটি চেক তুলে দেয়া হয়। 

এসময় ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, ডীন পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুছ, প্রক্টর অধ্যাপক ড. আতিকুর রহমান খোকন, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো.মোক্তার হোসেন, বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মো. রুবেল সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: