পদ্মায় বালু উত্তোলণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা 

প্রকাশিত: ২৩ মে ২০১৮, ০৭:৪৪ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেঢ মোহাম্মদ রফিকুল ইসলাম বুধবার (২৩ মে) দুপুরে উপজেলার হাবাসপুর পদ্মা নদী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

একই সাথে অতিরিক্ত মালামাল বহন করায় এক ট্র্যাক চালককে এক হাজার টাকা জরিমানা করেছে। অপর একটি ট্র্যাক জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। 

&dquote;&dquote;

বালু ব্যবসায়ী আব্দুল খালেক বিশ্বাসকে ৫০ হাজার টাকা ও ট্র্যাক ড্রাইভার রমেষ চন্দ্রকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। আব্দুল খালেক বিশ্বাস হাবাসপুর ইউপির চরঝিকড়ী গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

বিডি২৪লাইভ/এমকে 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: