সৌদিতে চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ হতে পারে বাংলাদেশে

প্রকাশিত: ১৪ জুন ২০১৮, ১০:৪২ পিএম

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (১৫ জুন) সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর।  সৌদির সুপ্রিম কোটের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি নিউজ এজেন্সি এই ঘোষণা দিয়েছে।

জানা গেছে, সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া, মিসর, কুয়েত, কাতার ও আলজেরিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়াও ঈদুল ফিতর কাল।

বাংলাদেশে সাধারণ সৌদি আরবের একদিন পর ঈদুল ফিতর উদযাপিত হয়। সেই হিসেবে শুক্রবার সৌদি আরবে ঈদ হলে বাংলাদেশে শনিবার (১৬ জুন) ঈদ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

তবে শনিবার ঈদ হচ্ছে কিনা তা নিশ্চিত করবে ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা বিষয়ক কমিটি। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চাঁদ দেখা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানেই দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে পরদিন ঈদ ঘোষিত হবে।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: