জার্মানির বিপক্ষে ৭-১ লজ্জা নিয়ে এবার যা বললেন নেইমার

প্রকাশিত: ১৫ জুন ২০১৮, ১১:১৬ এএম

ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। ইতিহাসের সবচেয়ে বড় লজ্জাজনক পরাজয়ের পর কেটে গেছে দীর্ঘ চার বছর। ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ডি সিলভা সান্তোস জুনিয়র সেই হারের প্রতিশোধ নেওয়ার জন্য এবারই ছটফট করছেন। রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সময় সেই মনোভাব স্পষ্ট করে দিয়েছেন নেইমার।

বর্তমান বিশ্বের অন্যতম দামি এই খেলোয়াড় বলেছেন, ‘এবার জার্মানিকে সামনে পেলে এবং হারাতে পারলে সেটা হবে ব্রাজিলের কাছে সব থেকে সুখের দিন, সবচেয়ে বড় প্রতিশোধ।’

গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে চোট পেয়েছিলেন নেইমার। সেই প্রসঙ্গে নেইমার বলেন, ‘সেদিন ওই দুর্ঘটনাটি না ঘটলে জার্মানির সঙ্গে ব্রাজিলের ফল এত খারাপ হতো না।’

নেইমার জানান, জার্মানি এবারও যথেষ্ট শক্তিশালী। এরপরও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নেইমার। নেইমার বলেন, ‘আমি ওই ম্যাচটা খেলতে চাই। সেটা এবার হলেই ভালো হয়। দেখবেন তখন ফল কী হয়!’

প্রসঙ্গত, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। পক্ষান্তরে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি তাদের বিশ্বকাপ শুরু করবে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: