ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কঙ্কাল দুই বাংলাদেশি

প্রকাশিত: ১৮ জুন ২০১৮, ০৯:০২ পিএম

সৌদিআরবে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কঙ্কাল হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই প্রবাসী। শনিবার গভীর রাতে দেশটির রিয়াদের চোলাই এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মরহুম আবদুল মালেক ভেন্ডারের পুত্র কামরুল ইসলাম(৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার পুত্র এয়াছিন ওরফে ফকির(৩৪)। 

নিহত এয়াছিনের মামা শ্বশুর সাইদুল হক আদর ও কামরুলের ভাই সালেক মিয়া আজ সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন।

আহত হয়েছেন ইয়েমেনের এক নাগরিক। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে তারা লাশগুলো উদ্ধার করে সেমুছি হাসপাতাল মর্গে প্রেরণ করেন। 

নিহত কামরুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আর ইয়াছিনের রয়েছে দুই ছেলে। 

নিহতদের পরিবার সুত্রে জানা গেছে, সৌদিআরবের রিয়াদের চোলাই এলাকায় একটি ফোম ফ্যাক্টরীতে কাজ করতেন কামরুল ইসলাম ও এয়াছিন। ফ্যাক্টরীর উপরেরই ছিল তাদের থাকার ব্যবস্থা। শনিবার গভীর রাতে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়ে বাসায় থাকা দুই প্রবাসীসহ সব মালামাল পুড়ে যায়।

রিয়াদ বাংলাদেশ দূতাবাস নিহতের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন প্রেস উইং এর সচিব ফখরুল ইসলাম।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: