নেত্রকোনায় আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রকাশিত: ১২ আগষ্ট ২০১৮, ০১:৫৯ পিএম

'সেফ স্পেস ফর ইয়ুথ' (যুব নিরাপদ স্থান) প্রতিপাদ্য বিষয় নিয়ে নেত্রকোনায় আন্তর্জাতিক যুব দিবস- ২০১৮ পালিত হয়।

(১২ আগস্ট) রবিবার সকাল ১০.৩০ মনিটে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে নেত্রকোনা পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়। পরে এক আলচোনা সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক মুহাম্মদ মিজানুর রহমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শাহজাহান মিয়া, ব্যবস্থাপক বাংলাদেশ নারী
প্রগতি সংঘ নেত্রকোনা, আলী আমজদ খান আন্টু , অনুষ্টান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন।

এ বিষয়ে জাতিসংঘ বলেছে, তরুণদের সমবেত হওয়া, তাদের প্রয়োজন, স্বার্থ ও আগ্রহ সংশ্লিষ্ট বিষয়ে সম্পৃক্ত হওয়া এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও স্বাধীনভাবে মত প্রকাশের জন্য নিরাপদ স্থান প্রয়োজন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবারের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বাংলাদেশের সঙ্গে পুরোপুরি প্রাসঙ্গিক। নিরাপদ সড়কের দাবিতে সম্প্রতি এ দেশের তরুণ শিক্ষার্থীরা এক অভূতপূর্ব আন্দোলনের সূচনা করেছিল। আন্দোলনরত শিক্ষার্থীরা শেষ পর্যন্ত সংঘাতের মুখে পড়ে। এটি নিয়ে জাতিসংঘসহ বেশ কয়েকটি দেশ উদ্বেগ জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিবের দূত আরো বলেন, ‘আমি ঢাকা ও ঢাকার বাইরে তরুণদের সঙ্গে কথা বলেছি। তারা সত্যিই এ দেশের উন্নয়নে কঠোর পরিশ্রম করছে।

আমি এমন একজন তরুণকেও পাইনি যে আমাকে বলেনি এ দেশ ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে যাচ্ছে। তারা এটি বিশ্বাস করে এবং এ ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়।’

তিনি বলেন, ‘কক্সবাজার ও বাংলাদেশ থেকে যে বার্তাটি নিয়ে যাচ্ছি তা হলো বিশ্বের অনেক স্থানে তরুণদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। বয়সের কারণে তরুণরা বৈষম্যের শিকার। তরুণীরা বৈষম্যের শিকার হচ্ছে বয়স ও লৈঙ্গিক পরিচয়ের কারণে। কিন্তু এসব চ্যালেঞ্জ সত্ত্বেও তরুণরা সাফল্য পাচ্ছে।’

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: