যৌনপল্লীতে ধরা পড়লেন জাপানের ৪ অ্যাথলেট!

প্রকাশিত: ২০ আগষ্ট ২০১৮, ০৫:৩৩ পিএম

ইন্দোনেশিয়ার জাকার্তায় কুখ্যাত যৌনপল্লীতে, জাতীয় দলের জার্সিতে ধরা পড়লেন জাপানের চার অ্যাথলেট। এই ঘটনার পর, ঐ চার খেলোয়াড়ের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহন করেছে জাপানের ক্রীড়া কর্তৃপক্ষ। জাপান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, ‘ইউয়া নাগাউসি, তাকুয়া হাশিমোতো, তাকুমা সাতো ও কেইতা ইমামুরাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের জন্য এটা একটা বড় ধাক্কা তো বটেই সঙ্গে লজ্জারও।’

দু’বছর পরই অলিম্পিকের আয়োজন করতে চলেছে জাপানের টোকিও। জাপানের শেফ দ্য মিশন ইয়াসুহিরো ইয়ামাশিতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমার বিষয়টি জেনে লজ্জা হচ্ছে। আমি ক্ষমা চাইছি আর কথা দিচ্ছি এখন থেকে অ্যাথলেটদের জন্য সঠিক নিয়ম বেঁধে দেয়া হবে।’

গত বৃহস্পতিবার এই চার বাস্কেটবল প্লেয়ার ডিনারের পর, গেমস ভিলেজ থেকে বেরিয়ে যান। এরপর যৌনপল্লীতে তাদের পাওয়া যায়। ঘটনার খবর সামনে আসে, যখন চার প্লেয়ারকে রেড লাইট এরিয়ায় দেখে ফেলেন জাপানেরই এক সংবাদপত্রের সাংবাদিক। জাপান বাস্কেটবলের চিফ ইউকো মিতসুয়া এক বার্তায় জানিয়েছেন, ‘‘আমি জাপানের মানুষের কাছে ক্ষমা চাইছি। তাদের কাছেও যারা বাস্কেটবলকে সমর্থন করে এবং জাপান অলিম্পিক কমিটিকে।’’ এই চার প্লেয়ারের শাস্তির কথাও ভাবা হচ্ছে। এবং ভবিষ্যতে এমনটা যাতে না ঘটে তাও দেখা হচ্ছে। সূত্র: এএফপি

বিডি২৪লাইভ/এএআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: